শৈত্যপ্রবাহে সকালে গ্রামের মানুষের গন্তব্যে পারাপার/ ফাইল ছবি

দেশে প্রায় সপ্তাহখানেক ধরে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ শেষ হয়েছে। এতে শীতের দাপটও কমেছে কিছুটা। স্বাভাবিক হয়েছে তেঁতুলিয়ার আবহাওয়া পরিস্থিতিও। তবে চলতি মাসে আরও দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্রতর হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ আবহাওয়াবিদ বলেন, জানুয়ারি মাসে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে একটি তীব্রতর হতে পারে। এ সময়ে তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে।

তিনি জানান, চলতি মাসের মাঝামাঝিতে অর্থাৎ ১২ তারিখের দিকে মৌসুমের তৃতীয় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এখনও বলা যাচ্ছে না শৈত্যপ্রবাহটির আকার কেমন হবে। তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার মতো পূর্বাভাস এখনও আমাদের কাছে আসেনি।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েকদিন লাগাতার তেঁতুলিয়ায় তাপমাত্রা অনেক কম ছিল। গত ২৪ ঘণ্টায় কিছুটা উন্নতি হয়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রার পরিবর্তন বিষয়ে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদীর আশপাশ এলাকায় ঘন থেকে মাঝারি মানের কুয়াশা পড়বে। এছাড়া স্বাভাবিক থাকবে দেশের তাপমাত্রা।

একে/এফআর