চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় প্রকাশ্যে মাইক্রোবাসে এসে গুলি করে আফতাব উদ্দিন তাহসিনকে (২৬) হত্যা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ অক্টোবর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে নগরের চান্দগাঁও অদূর পাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. এমরানকে (১৯) গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

এর আগে এ ঘটনায় জড়িত মো. হেলাল ও ইলিয়াস হোসেন অপুকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, তাহসিনকে গুলি করার আগে থেকেই অনুসরণ করেন এমরান। তাহসিন কোথায় আছেন সেই তথ্য অস্ত্রধারীদের দেন তিনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানান, জিজ্ঞাসাবাদে তাহসিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন এমরান। আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ২১ অক্টোবর নগরীর চান্দগাঁও থানার অদূর পাড়ায় জাগরণী সংঘ ক্লাব এলাকায় সন্ত্রাসীরা তাহসিনকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাহসিন স্থানীয়দের কাছে ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত।

এ ঘটনায় ২২ অক্টোবর রাতে নগরের চান্দগাঁও থানায় নিহতের বাবা মো. মুছা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হেলাল, সন্ত্রাসী সাজ্জাদসহ পাঁচ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিন থেকে চার জনকে আসামি করা হয়।

আরএমএন/এসএসএইচ