কম্পিউটার সোসাইটি ও হুয়াওয়ের উদ্যোগে কর্মশালা
বাংলাদেশ কম্পিউটার সোসাইটি এবং হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের যৌথ উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রধান কার্যালয়ে 'নেক্সট জেন ভার্চুয়ালাইজেশন ফল ক্লাউড নেটিভ ফাইন্যান্স' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সেক্রেটারি জেনারেল এলিন ববী হুয়াওয়ে টিম এবং অংশ নেওয়া সব আইটি প্রফেশনালকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ওয়ার্কশপের উদ্বোধন ঘোষণা করেন এবং একইসাথে সোসাইটির আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন।
বিজ্ঞাপন
কর্মশালার আহ্বায়ক ও বিসিএসের কাউন্সিলর প্রকৌশলী ওয়াহিদ মুরাদ বলেন, আজ থেকে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি এবং হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের পথচলা শুরু হলো। আগামীর বাংলাদেশ বিনির্মাণের অংশীদারিত্ব আমরা ভাগাভাগি করতে চাই।
হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ থেকে সূচনা বক্তব্য প্রদান করেন সিজায় (পরিচালক-ফাইন্যান্স ইন্ডাস্ট্রিজ)। তিনি আগামীর বাংলাদেশ গড়তে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি এবং হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সিজায় বাংলাদেশে বিদ্যমান ফিন্যান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রির (ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স, এমএফএস, এজেন্ট ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠান) ডিজিটাল ট্রান্সফরমেশন ট্রেন্ড, প্রক্রিয়া এবং ট্রান্সফরমেশন প্রক্রিয়ার চ্যালেঞ্জগুলো তথ্য ও প্রযুক্তি খাতের বিভিন্ন কর্পোরেট হাউজ থেকে আগত কর্মশালায় উপস্থিত পেশাজীবীদের সামনে তুলে ধরেন।
আলাউদা কনটেইনার প্ল্যাটফর্মের সিইও ইউজোন তার নির্ধারিত আলোচনায় বর্তমান বাংলাদেশের ফিন্যান্সিয়াল সার্ভিস ইনস্টিটিউটগুলোর আধুনিক, ডিজিটাল এবং সিকিউরড সিস্টেমে রুপান্তরকরণের ফ্রেমওয়ার্ক ডিজাইন এবং প্রয়োজনীয় উপকরণ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।
হুয়াওয়ে টেকনোলজিসের আঞ্চলিক বিশেষজ্ঞ অ্যালেক্সি তার নির্ধারিত আলোচনায় হুয়াওয়ে পরবর্তী প্রজন্মের জন্যে সহজে ব্যবহারযোগ্য, নিরাপদ, দ্রুত এবং রিয়্যাল টাইম অ্যানালাইসিস করা যায়, এমন একটা আধুনিক ক্যাশলেস সোসাইটি নির্মাণের স্বপ্ন দেখিয়েছেন। তিনি হুয়াওয়ে টেকনোলজিস ডিজিটাল ফিন্যান্স ট্রান্সফর্মেশন বাংলাদেশের সঙ্গে বরাবরের মতোই কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
বিসিএসের বর্তমান ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) জনাব মো: আবদুল বাছেদ এবং সাবেক জয়েন্ট সেক্রেটারি (এডমিন) ফাহাদ জামান চৌধুরী বিসিএস এবং হুয়াওয়ের সম্পর্ক আগামী দিনে আরও সুন্দর ও গৌরবময় হোক, এই প্রত্যাশা রেখে ওয়ার্কশপের সমাপ্তি ঘোষণা করেন।
প্রোগ্রামটির সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির যুগ্ম সম্পাদক সেক্রেটারি (অ্যাডমিন) শরিফুল আনোয়ার। অনুষ্ঠানকে বিসিএসের অন্যান্য ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি এবং কাউন্সিলররা উপস্থিত ছিলেন।