শিশুবান্ধব শহর গড়ে তোলা হলে নারী, বৃদ্ধ, প্রতিবন্ধী ব্যক্তিসহ সবার জন্যই প্রবেশগম্য ও নিরাপদ শহর নিশ্চিত করা সম্ভব।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটি, বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটি এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এ কথা বলেন।

আলোচকরা বলেন, একটি এলাকা বা শহরকে একটি শিশু যেভাবে অনুভব করে বা পর্যবেক্ষণ করে তা অনেক সময়ই একজন প্রাপ্তবয়স্ক মানুষ করেন না। শিশু ও যুবদের চাহিদার প্রতিফলন যদি একটি শহরে থাকে তাহলে সকলের জন্য নিরাপদ, প্রবেশগম্য তথা অন্তর্ভুক্তিমূলক একটি শহর গড়ে তোলা সম্ভব।

তারা বলেন, শুধু প্রকল্পভিত্তিক পরিকল্পনা না করে, শিশুদের প্রয়োজনীয়তাকে বিবেচনায় নিতে হবে। এজন্য নগর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি পর্যায়ে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করা হলে শিশু ও যুববান্ধব শহর তৈরি সম্ভব বলে আমাদের বিশ্বাস।

তারা আরও বলেন, একটি শহরে বা এলাকায় যদি শিশুদের খেলার অধিকার না থাকে, তারা যদি নিরাপদ অনুভব না করে তবে সে শহর শিশুবান্ধব হতে পারে না। শিশুবান্ধব শহর গড়ে তোলা হলে নারী, বৃদ্ধ, প্রতিবন্ধী ব্যক্তিসহ সকলের জন্যই প্রবেশগম্য ও নিরাপদ শহর নিশ্চিত করা সম্ভব।

এএসএস/এমজে