রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে (বিহারী ক্যাম্প) দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে দুই যুবক আহত হয়েছেন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. ওমর (২০) ও লিটন (৩০)।

আহত ওমরের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানার পাশাপুর গ্রামে। তিনি সেই এলাকার রাজা মিয়ার সন্তান। বর্তমানে তিনি বিহারী ক্যাম্পে বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন।

আহত ওমরের বোন চাঁদনী জানান, আমার ভাই পেশায় মোটরসাইকেল মেকানিক। সকালের দিকে বিহারী ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় আমার ভাইয়ের শরীরে ককটেলের স্প্লিনটার এসে লাগে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মোহাম্মদপুরে বিহারী ক্যাম্প থেকে আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে তারা আহত হয়েছেন বলে পরিবার জানিয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

এসএএ/এমজে