চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির আক্রমণে আলী আকবর (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার আনোয়ারার কোরিয়ান ইপিজেডে এই ঘটনা ঘটে।

নিহত আলী আকবর কর্ণফুলী এলাকার শাহামীরপুর ৬নং ওয়ার্ডের বাসিন্দা। 

হাতির আক্রমণের ঘটনায় কোরিয়ান ইপিজেডের ভেতরে গেস্ট হাউজ ১ এর গেটের সামনে বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহকারী পুলিশ সুপার রনজিৎ কুমার বড়ুয়া ঢাকা পোস্টকে বলেন, নিহত মোহাম্মদ আকবর পরিবারকে কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা অর্থ প্রদান করা হয়েছে। সেইসঙ্গে নিহতের স্ত্রীকে চাকরি প্রদানসহ দুই সন্তানের ভবিষ্যৎ লালনপালন ও পড়ালেখার সুবিধার্তে ৩ লাখ টাকা আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়। এলাকাবাসি প্রশাসনের মতামতে আশ্বস্ত হয়ে ইপিজেড এলাকা ত্যাগ করেন।

এছাড়া ইপিজেডে অবস্থানরত হাতির আক্রমণ হতে রক্ষা ও নিরসনে অতি শিগগিরই বন বিভাগ অধিদপ্তরের সঙ্গে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি। 

আরএমএন/এমএসএ