ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর কাছ থেকে আশ্রিত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বাড়াতে সংস্থাটির মহাসচিব হিসেন ব্রাহিম তাহার হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ।

স্থানীয় সময় রোববার (২০ অক্টোবর) জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এবং ওআইসির বিকল্প স্থায়ী প্রতিনিধি মিয়া মো. মাইনুল কবির সংস্থাটির মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে এই অনুরোধ জানিয়েছেন।

জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট অফিস জানায়, বৈঠকে তারা ওআইসির সঙ্গে বাংলাদেশের বিদ্যমান চমৎকার সম্পর্ককে দৃঢ় করার উপায় নিয়ে আলোচনা করেন।

কনসাল জেনারেল রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসির উদ্যোগের জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান।

রোহিঙ্গা গণহত্যার মামলাটি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) নেওয়া প্রসঙ্গে কনসাল জেনারেল বলেন, রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান মিয়ানমারে প্রত্যাবাসন।

মহাসচিব রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের ব্যবস্থা করে এই মানবিক সংকট সমাধানে হাতে হাত মিলিয়ে কাজ করার আশ্বাস দেন। কনসাল জেনারেল রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা হ্রাসের কথা উল্লেখ করেন এবং ওআইসি সদস্য দেশগুলোর কাছ থেকে অবদান বাড়ানোর জন্য মহাসচিবের হস্তক্ষেপ কামনা করেন। কনসাল জেনারেল মহাসচিবকে জানান, বাংলাদেশ ওআইসিতে স্থায়ী মিশন খুলবে।

এনআই/এমজে