প্রকৌশলী ক্যাটাগরিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন কমিশনার পদে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদ।

মঙ্গলবার (২২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ এর ধারা ৭(১) এবং ৯(২) অনুযায়ী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদকে তিন বছর মেয়াদে প্রকৌশলী ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে নিয়োগ দেওয়া হলো। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক যোগদানের তারিখ থেকে পরিত্যাগ করতে হবে।

এ ছাড়া, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রসঙ্গত, বিটিআরসি দেশের একটি নিয়ন্ত্রক সংস্থা যা দেশের টেলিযোগাযোগ সেবা ও ইন্টারনেট নেটওয়ার্কের মান নিয়ন্ত্রণ, পরিচালনা এবং তত্ত্বাবধান করে থাকে।

আরএইচটি/এমজে