গুলশানে বাসার সামনে পড়ে ছিল গৃহকর্মী, গৃহকর্তা ও তার স্ত্রী আটক
রাজধানীর গুলশানে মোছা. দিনা আক্তার (৪০) নামে এক গৃহকর্মী তার গৃহকর্তার বাসার সামনে অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন। পরে পথচারীর সহায়তায় তাকে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় গৃহকর্তা ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য গুলশান থানায় নেওয়া হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
গুলশান থানা সূত্রে জানা গেছে, আজ (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে গুলশান-১ নম্বরের ১২৬ নম্বর রোডের ২৯ নম্বর বাড়ির নিচের সামনে ফুটপাতে অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন মোছা. দিনা আক্তার। ওই বাড়ির লিফটের তৃতীয় তলার ফ্ল্যাটের মালিক বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ডেপুটি ডিরেক্টর ইঞ্জিনিয়ার আশিক ইমরানের বাসার গৃহকর্মী তিনি। রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় তাকে কে বা কারা বাড়ির সামনে রেখে যান।
আরও জানা যায়, পরবর্তীতে আহত দিনাকে পথচারীর সহায়তায় শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় ইঞ্জিনিয়ার আশিক ইমরান ও তার স্ত্রীকে গুলশান থানার হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এমএসি/এফআরএস