রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকার একটি বাসায় বাথরুমে রাখা বালতির পানিতে ডুবে হুমাইশা আক্তার ফাতেমা নামে এক বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা রতন জানান, আমার মোহাম্মদপুরের চার রাস্তার মোড়ে একটি মোটর পার্টস দোকান আছে। আমার ছয় বছরের একটি ছেলে ও এক বছর বয়সী একটি মেয়ে ছিল। সন্ধ্যার দিকে তাদের মা কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত আমার মেয়েটি বাথরুমে ঢুকে যায়। কেউ দেখতে না পাওয়ায় সে বালতির পানিতে ডুবে থাকে। এরপর তাকে দেখতে পেয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, আমরা খবরটি জানতে পেরেছি, ঢাকা মেডিকেলে একটি টিম পাঠাচ্ছি। শিশুটির বাবা আমাকে ফোন করে জানিয়েছেন তার বাচ্চা পানিতে পড়ে মারা গেছেন।

এসএএ/জেডএস