বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কৃষক ফেডারেশনের ৯ দাবি
‘উন্নত জীবন ও উন্নত ভবিষ্যতের জন্য খাদ্য অধিকার’ প্রতিপাদ্য সামনে রেখে গত ১৬ অক্টোবর পালিত হয় বিশ্ব খাদ্য দিবস। প্রতি বছর এই দিনে আন্তর্জাতিকভাবে পালিত হয় দিবসটি। দিবসটি উপলক্ষ্যে সোমবার (২১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কৃষক ফেডারেশন আয়োজন করে সমাবেশ, মানববন্ধন ও মিছিলের। এসময় কৃষিজমি অন্য কাজের জন্য রূপান্তর বন্ধ করাসহ ৯ দফা দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কমরেড বদরুল আলম বলেন, বিশ্বের ক্ষুধা সূচক-২০২৪ অনুযায়ী এ বছর ক্ষুধা নিবারণের সক্ষমতায় ১২৭ দেশের মধ্যে বাংলাদেশ ৩ ধাপ পিছিয়ে ৮৪তম অবস্থানে রয়েছে। সূচক মতে বাংলাদেশ এখন মাঝারি মাত্রার ক্ষুধা মোকাবিলা করছে। এক কথায় দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। প্রায় ২২ শতাংশ লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে তাদের মধ্যে পুষ্টিহীনতা মারাত্মক পর্যায়ের। তাদের জন্য যে সামাজিক সুরক্ষা জাল রয়েছে তা এ অবস্থা হতে উত্তরণে মোটেই যথেষ্ট নয়।
বিজ্ঞাপন
এসময় ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তোলার জন্য টেকসই কৃষি ব্যবস্থা তথ্য পরিবেশবান্ধব চাষাবাদ (অ্যাগ্রোইকোলজি) প্রবর্তন ও জমি এবং পানির ওপর জনগণের অধিকার প্রতিষ্ঠার সুপারিশ করেন তিনি।
আরও পড়ুন
সংগঠনের ৯ দফা দাবি–
বিশ্বব্যাংক-আইএমএফ : আমাদের খাদ্য ব্যবস্থা হতে হাত গুটাও; আমাদের খাদ্য ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বিশ্বের ধনী দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে; খোদ কৃষি জমি অন্য কাজের জন্য রূপান্তর বন্ধ করতে হবে; জমি ও পানির অধিকার জনগণকে এখনই ফিরিয়ে দিতে হবে; আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয় উৎপাদনকে সহায়তা করতে হবে; রপ্তানির উদ্দেশ্যে এক ফসলি চাষাবাদ বন্ধ করতে হবে; দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে; পরিবেশ-প্রতিবেশ বান্ধব চাষাবাদের ধরণ চালু করতে হবে এবং ক্ষুধা-দারিদ্র্য নিরসনে খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে।
মানববন্ধনে বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলমের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি প্রবীণ শ্রমিক নেতা আবুল হোসাইন, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, সহ সভাপতি রেহেনা বেগম, রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভানেত্রী লাভলী ইয়াসমিন, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীম আরা, বাংলাদেশ ভূমিহীন সমিতির সহ সভাপতি ডা. সামসুল আলম প্রমুখ।
ওএফএ/এসএসএইচ