ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ।

সোমবার (২১ অক্টোবর) দুপুরের দিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারটি পরিদর্শনে আসেন তিনি। 

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, এখানকার সেবার মান বৃদ্ধিতে যতটুকু সহযোগিতা প্রয়োজন সবটুকুই সমাজসেবা মন্ত্রণালয় করবে। আপনারা যারা অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক এখানে রয়েছেন রোগীর সেবার প্রয়োজনে আপনাদের যা যা প্রয়োজন আমাদেরকে এ বিষয়ে অবগত করবেন, বাকিটা আমরা দেখব। 

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আরো জানান, এখানে যেন রোগীর চিকিৎসায় অবহেলা না হয় সেদিকে হাসপাতালের বিশেষজ্ঞদের দৃষ্টি রাখতে বলা হয়েছে।

এ সময় সমাজকল্যাণ উপদেষ্টার সঙ্গে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, ঢামেক হাসপাতালের চিকিৎসকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএএস/জেডএস