যুদ্ধের ফাইল ছবি

লেবানন থেকে দ্বিতীয় দফায় আগামী বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ৬৫ বাংলাদেশি দেশে ফেতর আসবেন। প্রথম দফায় আগামীকাল সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ৫৪ জন দেশে এসে পৌঁছাবেন। 

রোববার (২০ অক্টোবর) লেবাননের স্থানীয় সময় বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। এদিন রাত ১১টার দিকে বিমানে করে প্রথম দফার ৫৪ জনের জেদ্দার উদ্দেশে রওনা দেওয়ার কথা আছে।

দূতাবাস জানায়, লেবানন থেকে দ্বিতীয় দফায় আগামী মঙ্গলবার (২২ অক্টোবর) ৬৫ জন বাংলাদেশি বৈরুত থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে। তাদের মধ্যে দুইজন শিশুও আছে। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় তারা দেশে ফিরবেন।

এর আগে, রোববার সকালে বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ৫৪ জন প্রবাসী বাংলাদেশি রোববার রাত ১১টার দিকে বিমানে করে জেদ্দার উদ্দেশে রওনা দেবেন। সোমবার সন্ধ্যায় তারা দেশে পৌঁছাবেন।

লেবানন চলমান যুদ্ধ প‌রি‌স্থি‌তিতে দেশে ফিরতে নিবন্ধন করেছেন ১ হাজার ৮০০ বাংলাদেশি। তাদের প্রত্যেককে পর্যায়ক্রমে দেশে প্রত্যাবর্তন করা হবে।

এনআই/এফআরএস