সম্প্রতি বাংলাদেশে আটক হওয়া ভারতীয় জেলেদের জন্য কনস্যুলার সুবিধা চেয়েছে ভারত। 

রোববার (২০ অক্টোবর) পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা এ বিষয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।, বৈঠকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটক হওয়া বাংলাদেশি মৎস্যজীবীদের প্রত্যাবাসন বিষয়ে আলোচনা হয়েছে। 

সংশোধিত ভ্রমণ ব্যবস্থা (আরটিএ) নবায়ন এবং কয়েকটি ভারতীয় লাইন অব ক্রেডিট প্রকল্পে নিযুক্ত ভারতীয় কর্মীদের বাংলাদেশে ফিরে আসার অবস্থা এবং বাংলাদেশে ভারতীয় ভিসা কার্যক্রমের বিষয়ে আলোচনার পাশাপাশি পররাষ্ট্র সচিব পর্যায়ের নিয়মিত দ্বিপাক্ষিক ব্যবস্থা নিয়ে উভয়পক্ষ আলোচনা করেছে।

এনআই/জেডএস