লেবানন থেকে  প্রথম দফায় দেশে ফেরত আসছেন ৫৪ জন বাংলাদেশি। এদের মধ্যে সাত শিশু রয়েছে।

রোববার (২০ অক্টোবর) বৈরুত থেকে তারা রওয়ানা দেবেন। আগামীকাল সোমবার সন্ধ্যায় এসব বাংলাদেশি বিমানযোগে দেশে পৌঁছাবেন।

বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ৫৪ জন প্রবাসী  বাংলাদেশি রোববার রাত ১১টার দিকে বিমানযোগে জেদ্দার উদ্দেশে রওয়ানা দেবেন। সোমবার সন্ধ্যায় দেশে পৌঁছাবেন।

লেবানন চলমান যুদ্ধ প‌রি‌স্থি‌তি‌তে দেশে ফিরতে নিবন্ধন করেছেন ১ হাজার ৮০০ বাংলাদেশি। এদের প্রত্যেককে পর্যায়ক্রমে দেশে প্রত‌্যাবর্তন করা হবে।

এনআই/এমএ