ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ওয়ার্ডসমূহ হতে গৃহস্থালি বর্জ্য সংগ্রহের সেবাদানকারী প্রতিষ্ঠান (ভ্যান সার্ভিস) নিবন্ধনের কার্যক্রম গ্রহণ করেছে সংস্থাটি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ওয়ার্ডসমূহ হতে গৃহস্থালি বর্জ্য সংগ্রহের সেবাদানকারী প্রতিষ্ঠান (ভ্যান সার্ভিস) নিবন্ধন পদ্ধতি এবং আবেদনপত্রের মূলকপি ১৪ নভেম্বর পর্যন্ত অফিস চলাকালীন সময়ে উপপ্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার দপ্তর হতে "প্রশাসক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন" এর অনুকূলে ৫ হাজার টাকার পে-অর্ডারের (অফেরতযোগ্য) বিনিময়ে সংগ্রহ করা যাবে।

শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। 

এর আগে এ বিষয়ে একটি অফিস বিজ্ঞপ্তি জারি করেছেন ডিএনসিসির উপ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মফিজুর রহমান ভূইয়া। 

মফিজুর রহমান ভূইয়া জানান, সংগ্রহকৃত আবেদনপত্র আগামী ১৭ নভেম্বর হতে ২ ডিসেম্বর পর্যন্ত অফিস চলাকালীন সময়ে উপ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার দপ্তরে জমা গ্রহণ করা হবে। 

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ওয়ার্ডসমূহ হতে গৃহস্থালি বর্জ্য সংগ্রহের সেবাদানকারী প্রতিষ্ঠান (ভ্যান সার্ভিস) নিবন্ধন পদ্ধতির আলোকে এ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন হবে।

এএসএস/এমএসএ