বেসরকারি আবাসিক প্রকল্পের উদ্যোক্তা প্রতিষ্ঠানকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে নিবন্ধন নিতে হবে। নিবন্ধন দেওয়ার জন্য ৬ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১৮ অক্টোবর) রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন এই বিষয়ে একটি অফিস আদেশ জারি করে অনুমোদন দিয়েছেন। 

পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন বলেন, বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪ এর বিধি ৩ উদ্যোক্তা নিবন্ধীকরণের আওতায় মহাপরিকল্পনাভুক্ত এলাকায় বেসরকারি আবাসিক প্রকল্পের উদ্যোক্তা প্রতিষ্ঠানকে রাজউক কর্তৃক নিবন্ধিত হতে হবে। উদ্যোক্তা প্রতিষ্ঠান নিবন্ধন, নিবন্ধন নবায়নের জন্য দাখিলকৃত আবেদন সমূহের যাচাই-বাছাই করে সুপারিশ প্রদানের লক্ষ্যে ৬ সদস্য বিশিষ্ট উদ্যোক্তা নিবন্ধীকরণ কমিটি গঠন করা হয়েছে।

রাজউক সূত্রে জানা গেছে, কমিটির আহ্বায়ক করা হয়েছে রাজউকের সদস্য (পরিকল্পনা) এবং সদস্য সচিব হয়েছেন রাজউকের নগর পরিকল্পনাবিদ-১।

কমিটির বাকি সদস্য রাজউকের প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন), প্রধান নগর পরিকল্পনাবিদ, নগর পরিকল্পনাবিদ -২ (পরিকল্পনা প্রণয়ন) এবং রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১)। 

এএসএস/এমএসএ