সকাল ৯টার মধ্যে আবশ্যিকভাবে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে। পাশাপাশি অফিস ছুটির নির্ধারিত সময় বিকাল ৫টায় আগে বের হতে চাইলে শাখা, দপ্তর প্রধানের অনুমতি নিতে হবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজউক সূত্রে এসব তথ্য জানা গেছে। রাজউকের পরিচালক (প্রশাসন) মো. মমিন উদ্দিন একটি অফিস আদেশ জারি করে এসব নির্দেশনা প্রদান করেছেন।

আদেশে উল্লেখ করা হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) কর্মরত কর্মকর্তা-কর্মচারীদেরকে সকাল ৯টার মধ্যে আবশ্যিকভাবে কর্মস্থলে উপস্থিত থাকার জন্য এবং অফিস ছুটির নির্ধারিত সময় বিকেল ৫টার পূর্বে শাখা, দপ্তর প্রধানের অনুমতি ব্যতিরেকে কর্মস্থল, অফিস কক্ষ ত্যাগ না করার জন্য অনুরোধ করা হয়েছে।

পাশাপাশি কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পাবলিক প্লেসে ধূমপান না করতে বলা হয়েছে।

এএসএস/এমজে