সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও লালমনিরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে তাকে আগামী ২৩ অক্টোবর হাজির হয়ে বক্তব্য প্রদান করার কথা বলা হয়েছে।   

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ৫ সেপ্টেম্বর সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক।

লালমনিরহাট ২ আসনের সাবেক এমপি সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ভুয়া রোগী সাজিয়ে সরকারি অনুদানের অর্থ হাতিয়ে নেওয়া, কোভিডের সময় প্রশিক্ষণ না করিয়ে বিল উত্তোলন এবং কাজ না করেই টিআর, কাবিখার মতো বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয় দুদকে।

আরএম/এমএ