রাজধানীর ডেমরা থানার পশ্চিম সানারপাড় এলাকায় একটি বাসায় বিড়াল তাড়াতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে সোনিয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টায় মৃত ঘোষণা করেন।

নিহাতের স্বামী বশির মিয়া বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করি। সকাল সাতটা চল্লিশের দিকে আমার স্ত্রী আমাকে দরজা খুলে দেয় তখন আমি অফিসে যাই। অফিসে পৌঁছানোর আগেই জানতে পারি আমার স্ত্রী সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হয়েছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমার বর্তমান বাসা ডেমরা থানার পশ্চিম সানারপাড় এলাকায়। আমার বাসা চারতলায়। প্রতিবেশীদের কাছে জানতে পারি বাসার সামনে থেকে বিড়াল তাড়াতে গিয়ে অসাবধানতাবশত চারতলা সিঁড়ি থেকে এক সিঁড়ি নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/এমএসএ