ঢাকা ময়মনসিংহ হাইওয়ে সড়কের চাপ সামলাতে ও রাজধানীর যানজট নিরসনে কাকলী বনানী ক্রসিং এর রাইট টার্ন বন্ধ করেছে গুলশান ট্রাফিক বিভাগ। 

এখন থেকে গুলশান-২, বনানী হয়ে সকল যানবাহন কাকলী পয়েন্টে বামে ঘুরিয়ে চেয়ারম্যান বাড়ি ইউটার্ন ব্যবহার করে উত্তরার দিকে যেতে পারবে বলে জানানো হয়েছে।

এ ব্যাপারে গুলশান, বনানী, বারিধারা, কাকলীসহ সংশ্লিষ্ট এলাকার সড়ক ব্যবহারকারী নাগরিকদের বিবেচনাপূর্বক ইউটার্ন ব্যবহার করে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ট্রাফিক গুলশান বিভাগ।

গুলশান ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ জানান, গুলশান ট্রাফিক বিভাগের সড়কের যানজট নিরসনের উদ্দেশ্যে কাকলী বনানী ক্রসিং এর রাইট টার্ন বন্ধ করা হয়েছে। এখন থেকে গুলশান-২, বনানী-১ হয়ে সকল যানবাহন কাকলী পয়েন্টে বামে ঘুরিয়ে চেয়ারম্যান বাড়ি ইউটার্ন ব্যবহার করে উত্তরার দিকে যেতে পারবে। 

এছাড়া, গুলশান-২ থেকে বনানীর-২৭ নাম্বার রোড (বনানী কবরস্থান রোড) হয়ে এয়ারপোর্ট রোডের বাম দিকে টার্ন করে চেয়ারম্যান বাড়ি ইউটার্ন ব্যবহার করে এয়ারপোর্টের দিকে যাওয়া যাবে। 

জেইউ/এমএসএ