তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৬ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভায় আহত ও নিহত সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান-সহ সাংবাদিকদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ট্রাস্টি বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ, প্রধান তথ্য অফিসার মো. নিজামুলকবীর, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি খায়রুল বাশার, কার্যকরী কমিটির সদস্য শাহীন হাসনাত, কালবেলার বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন আরিফ, যমুনা টিভির অ্যাসিসট্যান্ট এডিটর মীর মুশফিক আহসান ও এখন চিভির স্টাফ রিপোর্টার সাজিদ আরাফাতসহ বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। 

সভায় সাংবাদিকদের আর্থিক সহায়তা অনুমোদন দেওয়ার জন্য বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে ধন্যবাদ জানানো হয়।

এআর/এসএম