বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বাড়াতে চায় মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাকসিলারেট এনার্জি। পাশাপাশি কোম্পানিটি বাংলাদেশের জ্বালানি খাতে এবং কার্বন নিঃসরণ হ্রাসে আরও বিনিয়োগের পরিকল্পনা করছে।

বুধবার (১৬ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এসব আগ্রহের কথা জানান এক্সিলারেট এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান স্টিভেন কোবোস।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র থেকে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, বুধবার সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন এক্সিলারেট এনার্জির সিইও স্টিভেন কোবোস। সঙ্গে ছিলেন সাবেক রাষ্ট্রদূত পিটার হাস, যিনি বর্তমানে অ্যাকসিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তারা প্রায় ঘণ্টাখানেকের মতো পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার দপ্তরে বৈঠক করেন।

বৈঠকে থাকা এক কর্মকর্তা জানান, এক্সিলারেট এনার্জির সিইও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। এক্সিলারেট এনার্জি বাংলাদেশে এলএনজি সরবরাহ বাড়াতে আগ্রহী। তারা জ্বালানি খাতে এবং কার্বন নিঃসরণ হ্রাসে আরও বিনিয়োগের পরিকল্পনার কথা বলেছেন।

প্রসঙ্গত, বর্তমানে এক্সিলারেট বাংলাদেশের দুটি অফশোর ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) বিনিয়োগ করেছে, যা প্রতিদিন ১ দশমিক ১ বিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে। দেশের দৈনিক গ্যাস সরবরাহের প্রায় ৩৪ শতাংশ এখান থেকে আসে।

এনআই/এমজে