চলতি বছরেই আমার দেশ পত্রিকা চালু করা হবে : মাহমুদুর রহমান
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, আজ থেকে ১১ বছর আগে ফ্যাসিস্ট হাসিনা সরকার আমার দেশ পত্রিকার প্রত্যেকটা মেশিন খুলে নিয়ে গিয়েছিল। আমি জানি না এই প্রেস আমি কীভাবে চালু করব, কীভাবে টাকা আসবে। তবে চেষ্টা করব এ বছরের মধ্যেই পত্রিকাটি চালু করার।
মঙ্গলবার (১৫ অক্টোবর) তেজগাঁওয়ে আমার দেশ পত্রিকার বন্ধ থাকা ছাপাখানা খোলা শেষে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
মাহমুদুর রহমান বলেন,তবে আমার দেশ পত্রিকা চালু করতে সরকারের সহযোগিতা একান্ত কাম্য। কারণ বাংলাদেশ সরকারের কাছ থেকে কিন্তু আমি এটা সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় গ্রহণ করেছি। এটা তাদের নৈতিক ও আইনগত দায়িত্ব।
আরও পড়ুন
তিনি আরও বলেন, আমার দেশ পত্রিকার ছাপাখানার বর্তমান অবস্থা দেখলেই বোঝা যায় বিগত সরকারের মিডিয়ার প্রতি কতটা ক্ষোভ ছিল। এখন একটাই চাওয়া, দেশে যেন আর কোনো দানব হাসিনার মতো কেউ না আসে।
এর আগে মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার ছাপাখানায় এসে তার কর্মীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। তারপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ছাপাখানার তালা ভাঙা হয়।
ওএফএ/এমএ