বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাউসার মাহমুদের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার সময় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ৪ আগস্ট চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে আন্দোলনে অংশ নিতে গিয়ে আহত হন তিনি। প্রায় ৭০ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

এদিকে, সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজার পর কাউসারের মরদেহ চট্টগ্রামে নেওয়া হবে। সেখানে সোমবার দিবাগত রাতে এশার নামাজ শেষে আগ্রাবাদ এলাকার কমার্স কলেজের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রামের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ।

রোববার (১৩ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট চট্টগ্রাম নিউমার্কেট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাউসার মাহমুদ। উত্তাল সেই আন্দোলন চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে গুলিবিদ্ধ হন তিনি। দীর্ঘদিন লড়াই করে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাউসার মাহমুদ শাহাদাত বরণ করেন।

কাউসার বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিবিএ ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের আব্দুল মোতালেবের ছেলে। আব্দুল মোতালেব নগরের চট্টগ্রাম কমার্স কলেজ রোডে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করেন। মোগলটুলীতে মুদির দোকান রয়েছে তার।

এমআর/পিএইচ