শেষ হয়েছে এবারের দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের এখন মুখে থাকতে হবে পরের বছরের পূজার জন্য। বারো মাসে তেরো পার্বণের হলেও আসল পার্বণ মনে করা হয় দুর্গাপূজা। তাই ফের উৎসবের আমেজে ভাসতে আগামী বছরের পূজার জন্য দিন গোনা শুরু হয়ে গেছে।

আগামী বছর পূজা কবে, কোন দিন কোন তিথি দেখে নিন একনজরে–

আগামী বছর মহালয়া মানে পিতৃপক্ষের শেষ দিন ২১ সেপ্টেম্বর। সেটা আবার রোববার। পূজার প্রথম দিন অর্থাৎ ষষ্ঠী ২৮ সেপ্টেম্বর। সেটাও রোববার। আর দশমী ২ অক্টোবর।

২১ সেপ্টেম্বর- মহালয়া
২৮ সেপ্টেম্বর- ষষ্ঠী
২৯ সেপ্টেম্বর- মহা সপ্তমী
৩০ সেপ্টেম্বর- মহা অষ্টমী
১ অক্টোবর- মহা নবমী
২ অক্টোবর- দশমী
৬ অক্টোবর- লক্ষ্মীপূজা

এসএসএইচ