মুগদায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর মুগদা থানার বড়পাড়া এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে আবুল হোসেন (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে তিনটায় মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
তাকে হাসপাতালে নিয়ে আসা ভাতিজা জাহাঙ্গীর আলম বলেন, আমার চাচা এটি নির্মাণাধীন ভবনের দুই তলার ছাদে কাজ করছিল। কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় আমার চাচা আর বেঁচে নেই।
চাচা এই এলাকাতেই থাকতেন। আমাদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার মনিরাপে। চাচার বাবার নাম জব্বার খান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/জেডএস