নির্বাচন কমিশন কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২৩ সংশোধন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে যুগ্ম-সচিবকে (প্রশাসন ও অর্থ) আহ্বায়ক করে কমিটি গঠন করেছে সংস্থাটি। আগামী বুধবার এ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসির উপ-সচিব মো.শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

ইসি কর্মকর্তারা জানান, বর্তমানের যে নিয়োগ বিধিমালা রয়েছে সেটা অনুযায়ী কর্মকর্তাদের পদন্নোতিতে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। এজন্য নির্বাচন কমিশন কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২৩ সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২৩ সংশোধন সংক্রান্ত কমিটির সভা আগামীকাল বুধবার দুপুর ১২টায় কমিটির আহ্বায়ক এবং যুগ্ম-সচিবের (প্রশাসন ও অর্থ) সভাপতিত্বে তার অফিস কক্ষে (কক্ষ নং-৩১০) অনুষ্ঠিত হবে।

সভায় যেসব বিষয়ে আলোচনা হবে

(ক) কর্মকর্তা ও কর্মচারী কর্তৃক দাখিল করা আবেদনসমূহের বিষয়ে সিদ্ধান্ত;

(খ) নির্বাচন কমিশন কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২৩ সংশোধন; 

(গ) বিবিধ।

এসআর/এসকেডি