চমেক হাসপাতাল থেকে ২ ‘দালাল’ আটক
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে কার্তিক দত্ত (৪০) ও উত্তম দাশ (৪৮) নামে দুজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৬ অক্টোবর) হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
কার্তিক দত্ত পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকার মৃত সুনীল দত্তের ছেলে এবং উত্তম দাশ বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকার মৃত অনিল দাশের ছেলে।
পুলিশ জানিয়েছে, আটক দুজন বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, বেসরকারি হাসপাতালে রোগীদের পরীক্ষা করতে বাধ্য করা এবং নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করাসহ নানা কার্যক্রমে জড়িত।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, রোববার দুই দালালকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমআর/জেডএস