পেশাদার কূটনীতিক খোরশেদ আলম খাস্তগীরকে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত বা‌তিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসি‌ফিক অনু‌বিভা‌গের মহাপ‌রিচালক ও মুখপাত্র তৌ‌ফিক হাসান এই তথ্য জানান।

তৌফিক হাসান জানান, বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরে উপ-হাইকমিশনার হিসেবে কর্মরত খোরশেদ আলম খাস্তগীরের পোল্যান্ডে বাংলাদেশের সাম্প্রতিক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করা হলো।

বৈষ্যম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় বিগত আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ বিতর্কিত হন পেশাদার কূটনীতিক খোরশেদ আলম খাস্তগীর। গত ২৫ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় খাস্তগীরকে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নেয়। সরকারের এই সিদ্ধান্তের পর প্রচুর সমালোচনা চলতে থাকে।

পররাষ্ট্র ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা খোরশেদ আলম খাস্তগীর বর্তমানে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে উপ-রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।

কূটনীতিক খোরশেদ খাস্তগীর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইইউ এবং আন্তর্জাতিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। তি‌নি নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে প্রথম স‌চিব এবং ওমানের মাস্কাটের বাংলাদেশ মিশনে চার্জ ডি অ্যাফেয়ার্স ছি‌লেন।

খোরশেদ খাস্তগীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থে‌কে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন ক‌রে‌ছেন।

এনআই/জেডএস