বৃষ্টি -পুরোনো ছবি

সারা দেশেই অব্যাহত আছে বৃষ্টিপাত। গতকাল শুক্রবার সারাদিন থেমে থেমে হয়েছে বৃষ্টি। আজ শনিবার (৫ অক্টোবর) ভোর থেকেই ঝরে চলছে অবিরাম বৃষ্টি।

রাজধানী ঢাকাসহ পাঁচ বিভাগে শনিবার সকালের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দেয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুকের দেওয়া ভারী বর্ষণের সতর্কতায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও শনিবার সকাল ৯টার মধ্যে ভারী (৪৪-৮৮ মিলিমিটার) অতি ভারী (৮৯ মিলিমিটারা) বর্ষণ হতে পারে।

ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

অনবরত বৃষ্টির কারণে রাজধানী ঢাকার বিভিন্ন অলিগলি পানিতে তলিয়ে গেছে। এতে করে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আজ থেকে ভারী বৃষ্টিপাত হলে দুর্ভোগ আরও বাড়বে।

বৃষ্টির কারণে ঢাকার বাইরের অঞ্চলগুলোতেও সমস্যায় পড়ছেন মানুষ। এছাড়া ময়মনসিংহ ও শেরপুরে বন্যার সৃষ্টি হয়েছে। সেখানকার বেশ কয়েকটি উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।  

এদিকে আজ ভোর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ায় রাজধানীতে অফিসগামী চাকরিজীবি, খেটে খাওয়া মানুষ এবং স্কুলগামী শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন ঘটবে।

এমটিআই