মৌসুমি বায়ুর প্রভাবে বুধবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয় রাজধানী ঢাকায়। বৃষ্টির এ ধারা চলে রাতভর। বৃহস্পতিবার সকালেও বৃষ্টিতে ভিজে গন্তব্যে যেতে হচ্ছে রাজধানীবাসীকে। আকাশের মেঘের বিচরণ দিনভর ভোগান্তির বার্তা দিচ্ছে।

এদিকে, টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায়। রাস্তায় কোথাও হাঁটুপানি, কোথাও কোমরপানি দেখা গেছে। পানি জমে যাওয়ার কারণে বিভিন্ন সড়কে সকালেই যানজট তৈরি হয়েছে।  

বুধবার রাতে দেওয়া আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, দেশের চার সমুদ্রবন্দরে জারি করা তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। যে কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

জেডএস