হানিফের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন
কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ এনে তা অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন একজন আইনজীবী।
বুধবার (২ সেপ্টেম্বর) দুদক চেয়ারম্যান বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান দুদকে ওই আবেদন করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
আবেদনে তিনি বলেন, গত ২৬ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত শিরোনাম ‘কুষ্টিয়া থেকে কানাডা-হানিফের সম্পদ সর্বত্র’ প্রকাশিত হয়। অত্যন্ত দুঃখের বিষয় জাতীয় দৈনিকের পাতাজুড়ে সংবাদ প্রকাশিত হওয়ার পরও অনুসন্ধানের জন্য যথাযথ কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। যা রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস ক্ষুণ্ন করে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। উক্ত বিষয়ে যথাযথ অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
আরএম/এএমকে