চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় খাবারে ক্ষতিকর কেমিক্যাল, মেয়াদোত্তীর্ণ মসলা ও রং ব্যবহার এবং বাসি বিরিয়ানি সংরক্ষণের দায়ে কাচ্চি এক্সপ্রেস নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

একইদিন জিইসি মোড় এলাকার ফ্লেভার্স প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকার্স নামে একটি প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রয়সহ নানা অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পতেঙ্গা থানার কাঠগড় এলাকার মাওলানা ফার্মেসি নামে একটি দোকানে বিপুল মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।

একারণে ফার্মেসিটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, রানা দেব নাথ ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

এমআর/পিএইচ