ইসির আইন শাখার উপ-সচিব হলেন মাসউদুর রহমান
নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার উপ-সচিব হয়ে এলেন অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ মাসউদুর রহমান।
মঙ্গলবার (১ অক্টোবর) তিনি ইসি সচিব শফিউল আজিমের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন।
বিজ্ঞাপন
এতে তিনি উল্লেখ করেছেন, আমি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের গত ৮ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন মোতাবেক নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (আইন) পদে যোগদান করতে ইচ্ছুক।
নির্বাচন কমিশনে জুডিশিয়াল ক্যাডার থেকে আইন শাখার উপ-সচিব ও যুগ্ম সচিব নিয়োগ দিয়ে থাকেন। সংসদ নির্বাচনের পর এই দুটি পদেই পরিবর্তন আনা হলো।
এসআর/এসকেডি