রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রায়হানুল ইসলাম খান।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, শনিবার (২৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, ধানমন্ডির ৪ নম্বর রোডের ১৮ নম্বর বাসার সামনে এক ব্যক্তি ইয়াবাসহ অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে থানার টহল টিমের এসআই আব্দুল মান্নাফ ফোর্সসহ রাত পৌনে ৯টায় সেখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ রায়হানুল ইসলামকে গ্রেপ্তার করেন। এ সময় তার পিঠে ঝুলানো কালো রঙের একটি ব্যাগের ভেতর থেকে ৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার রায়হানুল দীর্ঘদিন ধরে ভাসমান অবস্থায় ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদক বিক্রি করে আসছিলেন। ধানমন্ডি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার রায়হানুলকে আজ (রোববার) আদালতে পাঠানো হয়েছে।

জেইউ/এমএ