বেসরকারি বাজার প্রতিষ্ঠা করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)। পাশাপাশি বাজার পরিচালনায় সুশৃঙ্খল এবং সুষ্ঠু ব্যবস্থাপনা আনার লক্ষ্যে প্রণীত খসড়া প্রবিধান প্রণয়ন ও চূড়ান্তকরণের জন্য কমিটি গঠন করে দিয়েছে সংস্থাটি।

রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এই ৮ সদস্যের কমিটি অনুমোদন দিয়ে অফিস আদেশ জারি করেন।

ডিএনসিসি সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে এবং সদস্যসচিব করা হয়েছে ডিএনসিসির রাজস্ব কর্মকর্তাকে।

কমিটির বাকি সদস্যরা হলেন- ডিএনসিসির  প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান রাজস্ব কর্মকর্তা, ডিএনসিসির সচিব আইন কর্মকর্তা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) এবং উপপ্রধান রাজস্ব কর্মকর্তা।

এএসএস/এমএ