সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে বিজিবি।

আটকরা হলেন, জেবা বেগম (৩৫), নুর নাহার (৩৫), লিপি বেগম (৪০) ও রিমি ঢালি (১৮)।

বিজিবি জনায়, এদিন সকাল সাড়ে ১১টায় গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী মায়াবী ঝর্ণা নামক‌ এলাকা দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় বাংলাদেশের চার নারীকে আটক করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিজিবি জানায়, তারা ভারতে কাজের উদ্দেশ্যে সিলেটের গোয়ানঘাট উপজেলার হাজিপুর গ্রামের শাহজাহানের ছেলে ও মানব পাচারকারী দালাল মো. জুয়েল রানা (২৫) এর মাধ্যমে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু মানব পাচারকারী দালাল জুয়েল রানা তাদেরকে ফেলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

পাচারকারী জুয়েল রানাকে পলাতক আসামি ও আটক ৪ নারীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় বিজিবি।

এমএসি/এমএসএ