ঢাকা জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মুহাম্মদ ফজলুর রহমানকে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির তথ্য জানান।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক মুহাম্মদ ফজলুর রহমানকে নিজ দায়িত্বের পাশাপাশি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, ঢাকার অতিরিক্ত দায়িত্বসহ আয়ন-ব্যয়ন কর্মকর্তার ক্ষমতা প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

এর আগে ২৪ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে ঢাকা জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. জাহাঙ্গীর হোসেন, সিলেট জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান এবং নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে নির্বাচন কমিশন সচিবালয়ে সংযুক্ত করা হয়। তবে এ ঢাকা জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলেও সিলেট ও নরসিংদীর দায়িত্ব এখনও কাউকে দেওয়া হয়নি।

এসআর/এনএফ