ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক আলেকজান্ডার ম্যাথিউ পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সচিব বাংলাদেশের সঙ্গে আইএফআরসির দীর্ঘস্থায়ী সহযোগিতার প্রশংসা করেন। তিনি বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় যথাসময়ে সহযোগিতা করার জন্য আইএফআরসি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ধন্যবাদ জানান। পররাষ্ট্র সচিব বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য টেকসই সহায়তার ওপর জোর দেন।  

তারা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা, তাদের সৃজনশীলতা, উদ্ভাবন এবং সংকটের সময় মানবিক প্রতিক্রিয়ার জন্য স্বেচ্ছাসেবী সমর্থন নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র সচিব কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আইএফআরসির মানবিক সহায়তার প্রশংসা করেন এবং রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি তাদের দ্রুত প্রত্যাবাসনের প্রয়োজনীয়তার উপর জোর দেন।

এনআই/জেডএস