প্রতারণা মামলায় লক্ষ্মীপুরের সাবেক এমপি এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি) কলাবাগান থানা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, প্রতারণা মামলায় লক্ষ্মীপুরের সাবেক এমপি এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গ্রেপ্তার লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি আউয়াল হাভেলি প্রপার্টি ডেভেলপমেন্টের এমডি। প্রতারণার ঘটনায় আদালতের মাধ্যমে আদেশপ্রাপ্ত হয়ে বুধবার (২৫ সেপ্টেম্বর) কলাবাগান থানায় আউয়ালসহ আরও কয়েকজনের নামে প্রতারণার একটি মামলা হয়। 

সেই মামলায় কলাবাগানের সুলতানা টাওয়ারের হ্যাভেলি গ্রুপের অফিস কক্ষ থেকে আজ বিকেল পাঁচটায় তাকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে এই মামলার এজাহারনামীয় অপর এক আসামি হাভেলি প্রপার্টি ডেভেলপমেন্টের হিসাবরক্ষণ অফিসার নব কুমারকেও গ্রেপ্তার করা হয়েছে।

এমএসি/এসএম