ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি সেপ্টেম্বরের ২৪ দিনে সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৮৬০ জন, যা আগের আট মাসের চেয়েও বেশি। গত ১ জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ৮৫০ জন।

এদিকে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৮০১ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন শনাক্তদের নিয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৭০১ জনে। তাদের মধ্যে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। নতুন মারা যাওয়া তিনজনের একজন ঢাকা উত্তর ও বাকি দু’জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। 

আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার ২৬৮ জন রয়েছেন। এ ছাড়াও ঢাকা বিভাগে ২০৮ জন, চট্টগ্রাম বিভাগে ১২৬, বরিশাল বিভাগে ৫৫, খুলনা বিভাগে ৬১, ময়মনসিংহ বিভাগে ২৭, রাজশাহী বিভাগে ৩৭, রংপুর বিভাগে ১৭ এবং সিলেট বিভাগে দু’জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৮০ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ২০ শতাংশ নারী। এ ছাড়া এখন পর্যন্ত মারা যাওয়া ১৩৬ জনের মধ্যে ৫২ দশমিক ৯০ শতাংশ নারী এবং ৪৭ দশমিক ১০ শতাংশ পুরুষ।

ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় মশক নিধন অভিযান বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের সব সিটি কর্পোরেশন এবং ঝুঁকিপূর্ণ পৌরসভায় ৩ হাজার ২১৪ জন মশককর্মী কাজ করছে বলে জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

জেডএস