চট্টগ্রামের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান-জরিমানা
চট্টগ্রাম নগরের পাহাড়তলী রেলওয়ে বাজারে অভিযান পরিচালনা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ডিম, মুরগি, সবজি, পেঁয়াজ, রসুন ও আদাসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে।
বিজ্ঞাপন
এ সময় মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স নামের ডিমের পাইকারি প্রতিষ্ঠানে ক্রয়ের রসিদ ও প্রদর্শিত মূল্য তালিকার মধ্যে অসামঞ্জস্যতা থাকায় এবং হালনাগাদবিহীন মূল্য তালিকা প্রদর্শন করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, মেসার্স শাহ পরান স্টোর নামের একটি পাইকারি চালের দোকানে বেচাকেনায় অসংগতি পাওয়া এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও রানা দেব নাথ উপস্থিত ছিলেন।
এমআর/কেএ