কুমিল্লায় দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার কাশিনগর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। 

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, অটোরিকশা চালক কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের ভাটপাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে রাশেদ মিয়া (২৭) ও অটোরিকশার যাত্রী চট্টগ্রামের বাইজিদ বোস্তামী এলাকার মো. ইব্রাহিম (৫০)।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে মহাসড়কের ঢাকামুখী লেনের মিয়ার বাজার এলাকায় কাশিনগর রাস্তার মুখে একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। তখন চাপা দেওয়া অটোরিকশাটি সামনের অটোরিকশাকে ধাক্কা দিলে সেটিও ক্ষতিগ্রস্ত হয়। সামনের অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

নিহত অটোরিকশা চালক রাশেদের মামাতো ভাই মুজিবুর রহমান বলেন, ঘটনার পর রাশেদের মরদেহ আমরা বাড়িতে নিয়ে এসেছি। নিহত যাত্রী ইব্রাহিমের মরদেহও তার স্বজনরা নিয়ে গেছে।

মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহদাত হোসেন বলেন, দুইজন নিহত হয়েছে বলে জেনেছি। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শুধু দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি পেয়েছি। আহত কিংবা নিহতদের কাউকে পাইনি। স্থানীয়ভাবে শুনেছি নিহতদের স্বজনরা মরদেহ নিয়ে গেছে। চাপা দেওয়া কাভার্ডভ্যান আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরিফ আজগর/কেএ