চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জুবায়ের উদ্দীন বাবু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে থানার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে এ ঘটনা ঘটে। এতে আহত জুবায়ের সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি টার্ফ (খেলার স্থান) দখল নিয়ে স্থানীয় ছাত্রদলের ছোট মোশারফ ও ছোট আমিন পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। শুক্রবার বিকেলে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে আহত দু’জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় জুবায়ের মারা যান।

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বড়ুয়া বলেন, টার্ফ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমআর/কেএ