চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জমতার ওপর গুলি চালানো এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানাধীন নদনা ইউনিয়নের কালুয়াই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার ওই যুবলীগ কর্মীর নাম সুলাইমান বাদশা। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী কালুয়াই এলাকার আবু তাহেরের ছেলে। চট্টগ্রামের আলফালা গলিতে থাকতেন তিনি।

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়, গত ৪ আগস্ট চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন নিউ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে গুলি করেন সুলাইমান বাদশা। ওই ঘটনায় করা মামলার আসামি সুলাইমান।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.শরীফ-উল-আলম বলেন, সোলাইমান বাদশা ছাত্র-জনতার কর্মসূচিতে গুলি করার ঘটনায় হওয়া মামলায় এজাহারভুক্ত আসামি। তিনি পলাতক ছিলেন। র‍্যাব-৭ (চট্টগ্রাম) ও র‌্যাব-১১ (নারায়ণগঞ্জ) এর যৌথ অভিযানে তাকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। 

আরএমএন/কেএ