হাসিনাসহ ১১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরো ২ অভিযোগ
বৈষম্য বিরোধী আন্দোলনে শাহজাহান ও রায়হানকে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ১১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর ভিকটিমদের পরিবার থেকে পৃথক দুই অভিযোগ দায়ের করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
অভিযোগ ১
ঘটনার তারিখ ১৯ জুলাই।
ঘটনাস্থল: বনানী থানা এলাকার মহাখালী ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপরে, ওয়ার্ড নাম্বার ২০, বনানী ঢাকা।
ধারা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ এর ৩(২) ও ৪(১)/৪(২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ। ভিকটিম শাহজাহানকে গুলি করে হত্যা ও জানাজা ছাড়াই লাশ কবর দেওয়ার অভিযোগ। আসামি- শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ মোট ৩৯ জন।
নিহত শাহজাহানের খালা মাজেদা খাতুন এ অভিযোগ দাখিল করেন।
অভিযোগ ২
ঘটনার তারিখ ৫ আগস্ট বিকেল সাড়ে চার ঘটিকা।
ঘটনাস্থল: মেরুল বাড্ডা, বাড্ডা থানা রোডের মাথায়। আসামি- শেখ হাসিনা, ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামালসহ মোট ৭৩ জন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ এর ৩(২) ও ৪(১)/৪(২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ। নিহত ভিকটিমের নাম মো. রায়হান। নিহতের পিতা মো. মোজাম্মেল হোসেন অভিযোগটি দায়ের করেন।
এমএইচডি/এমজে