রাজধানী বাড্ডার আফতাবনগর ডি-ব্লক এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. জাহিদ (১৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার চন্দ্রপাড়া গ্রামে। তিনি ওই এলাকার জালাল হোসেনের সন্তান।

নিহতের মামাতো ভাই শামীম জানান, আমার ভাই ওই ভবনে রাজমিস্ত্রির কাজ করতো। দুপুরের দিকে আফতাবনগর ডি-ব্লকের নির্মাণাধীন ৮ তলা ভবনের দ্বিতীয় তলায় প্লাস্টার ছেনি দিয়ে কাটার সময় বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লাগে। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে পড়ে যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এসএএ/এমজে