চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন এলাকায় চালভর্তি ট্রাক আর ভবনের পিলারের মাঝখানে আটকে মোহাম্মদ সোহেল (২২) নামে এক যুবক মারা গেছেন। 

বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোস্তাক আহমদের ছেলে। তিনি শ্রমিক হিসেবে বিভিন্ন এলাকায় কাজ করতেন।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে সরকারি বরাদ্দের চাল নিয়ে একটি মিনি ট্রাক ইউনিয়ন পরিষদ চত্বরে যায়। গাড়িটি পার্কিং করতে গিয়ে পেছনে নেওয়ার সময় ভুক্তভোগী সোহেল গাড়ির পেছনের অংশ এবং ভবনের পিলারের মাঝখানে চাপা পড়েন। এসময় বাঁচার জন্য তিনি কয়েকবার চিৎকার করেন। এতে লোকজন তাকে বাঁচাতে এগিয়ে আসেন। কিন্তু ট্রাক সরাতে না পেরে কিছুক্ষণের মধ্যেই সোহেল মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ট্রাক এবং পিলারের মাঝখানে আটকে এক শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় তদন্তসাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এমআর/এমএসএ