চট্টগ্রামের রাউজানের একটি এবাদতখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাউজান থানাধীন গহিরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৭।

গ্রেপ্তার মোহাম্মদ আনোয়ার হোসেন রাউজানের গুজরা ইউনিয়ন যুবলীগের সভাপতি।

জানা গেছে, ২০১৯ সালের ১৯ ও ৩০ এপ্রিল সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ইন্ধনে আনোয়ার হোসেনসহ ৭০-৭৫ জন মুনিরীয়া যুব তাবলীগ কমিটির ২০৪নং ফকিরটিলা শাখা ও ১০৩নং দলইনগর-নোয়াজিষপুর শাখার এবাদতখানায় হামলা করে। এতে প্রতিষ্ঠান দুটির কয়েকটি ভবন, আসবাবপত্র এবং দোকানপাট ভাঙচুর করা হয়।

এ ঘটনায় একাধিক মামলা হয় রাউজান থানায়। ওই মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার যুবলীগ নেতা।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শরীফ-উল-আলম বলেন, মুনিরীয়া যুব তাবলীগের এবাদতখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় আনোয়ার হোসেন এজাহারভুক্ত পলাতক আসামি। তাকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

আরএমএন/এসএসএইচ